ফেয়ার নির্বাচন করতে হবে, ফেয়ার মানে শান্তিপূর্ণ

0
80
Print Friendly, PDF & Email

আগামী উপজেলা নির্বাচন ফেয়ার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর ফেয়ার মানে শান্তিপূর্ণ নির্বাচন বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম। এছাড়া দুএকদিনের মধ্যে বাতিল দুই নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সচিব।

সিরাজুল ইসলাম বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ৪৮ জনের নথিপত্র গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। যে দুটি বাকি আছে তা গেজেট প্রকাশের ২১ কার্যদিবসের মধ্যে নির্বাচন করতে হবে। তবে এ ক্ষেত্রে কোনো কোটা নয় এখানে যে কেউ প্রার্থী হতে পারবেন। ২৯৮ সংসদ সদস্য তাদের ভোট দিয়ে দুজনকে নির্বাচিত করবেন। দুএকদিনের মধ্যে এ দুই আসনের তফসিল ঘোষণা করবো।’

আগামী উপজেলা নির্বাচনে সহিংসতা রোধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সুস্পষ্ট বলে দিয়েছি নির্বাচন ফেয়ার করতে হবে। আর ফেয়ার মানে শান্তিপূর্ণ নির্বাচন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে পারে সে পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনো ধরনের অভিযোগ আমরা বরদাস্ত করবো না।’

এদিকে নির্বাচনের আগে কমিশন থেকে ভোটগ্রহণ সুষ্ঠু হবে বলে দাবি করলেও দফায় দফায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এর কারণ জানতে চাইলে সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কথাই যথেষ্ট নয়, আমরা কাজ করছি। আর কাজ না করলে দেশে এতোগুলো নির্বাচন করা সম্ভব হতো না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনাকারীরা সহিংসতা রোধে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা যেন নির্বাচন স্থগিত করে দেয় সে নির্দেশনা দেয়া আছে।’

শেয়ার করুন