‘ক্লান্ত হয়ে ছুটিতে থাকা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের একান্ত সচিব মাজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গতকালই তাকে বরখাস্ত করা হলেও বিষয়টি কাউকেই জানানো হয়নি।
সূত্র জানায়, গত ১৮ মার্চ ট্রেনিংয়ের কথা বলে সপরিবাবে কক্সবাজার ঘুরতে যান মাজহারুল। বিষয়টি স্থানীয় একজন দেখে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারককে জানান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মাজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্তের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমি বলতে পারবো না আমাকে বরখাস্ত করা হয়েছ কি না।’
মাজহারুল ইসলাম আজ অফিসে উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনের ভাষ্য, ‘তিনি আজ নামমাত্র অফিসে উপস্থিত আছেন। দাপ্তরিক কোনো কাজ তিনি করছেন না।
উল্লেখ্য, ‘কমিশনকে দুই লাইনের একটি চিঠি লিখে’ ছুটিতে গেছেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে বলা হয়েছে চিঠিতে সিইসি লিখেছেন, ৩ মার্চ থেকে তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন। সেখান থেকে না ফেরা পর্যন্ত আবদুল মোবারক সিইসির দায়িত্ব পালন করবেন। ‘
সিইসি ছুটিতে যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সিইসি ক্লান্ত। তাই তিনি ছুটিতে আছেন।