আ.লীগের দুই প্রার্থীর সংঘর্ষে আহত ২০

0
395
Print Friendly, PDF & Email

চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকালে আওয়ামী লীগ সমর্থক দুই প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ২০ জন।
 
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে উপজেলার বড়বাড়িয়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিতলমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক দুই প্রার্থী মুজিবর রহমান শামীম ও অহিদুজ্জামান পান্না প্রচারণা চালাতে বড়বাড়িয়া এলাকায় যান। এসময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা সেখানে শোডাউন করতে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ কর্মী সমর্থক মারাত্মক আহত হন।
 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন