কোর্ট জামিন না দিলে আমরা কী করব: নাসিম

0
129
Print Friendly, PDF & Email

নেতাদের গ্রেপ্তারের করে সরকার আন্দোলন দমন করতে চাচ্ছে বলে খালেদা জিয়ার দাবি নাকচ করে তিনি বুধবার এক আলোচনা সভায় বলেছেন, জামিন দেয়া-না দেয়া আদালতের এখতিয়ার।

“আমরা কখনো আটকের রাজনীতি করি না। আদেশ হয়েছে আদালতে, কোর্ট জামিন না দিলে আমরা কী করব বলুন?”

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বিএনপি কিছু সুখী মানুষের পরিবার। তারা কোনো কষ্ট সহ্য করতে পারে না। জীবনে কোনো আন্দোলন করার ক্ষমতা এদের নাই।”

গত বছরের শেষে সরকার পতন আন্দোলন ও দশম নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন স্থগিতের দাবিতে রাজপথে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের আন্দোলনে ব্যাপক সহিংসতা হয়।

ওই সব মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম ও মিজানুর রহমান মিনুসহ বেশ কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন।

এছাড়া বিদেশে অর্থ পাচারের মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশররফ হোসেনকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সভায় বিএনপি চেয়ারপারসনকে ‘ধৈর্য’ ধরার পরামর্শও দেন নাসিম।

“আপনি মাথা ঠাণ্ডা করে ধৈর্য ধরুন, দল গোছান। পাঁচ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন।”

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা তো মাঠের বিরোধী দল, আমরা কোন ভুল করলে মাঠের কর্মসূচিতে তার সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন। আন্দোলনের চেষ্টা করে লাভ নেই।”

জিল্লুর রহমান স্মৃতি সংসদের এই সভায় নাসিম ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম ও জিল্লুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

শেয়ার করুন