আবার নতুন সূর্য উঠবে

0
99
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সব বিপদ কেটে যাবে, আবার নতুন সূর্য উঠবে। দলের মধ্যে যে সমস্ত বিভেদ ছিল সেগুলো কেটে যাবে। আমরা আবার জয়ী হবো। আবার ক্ষমতায় যাব।’

বৃহস্পতিবার দুপুরে গুলশান-১ এর ইমান্যুয়েল কনভেনশন সেন্টারে তার ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘প্রতিটা জন্মদিন আমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।’

তিনি বলেন, ‘আজকের এই আয়োজনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা প্রমাণ করেছে তারা হাতশাগ্রস্ত নয়। তারা সংগঠিত।’

তিনি বলেন, ‘আমরা সমস্ত বিপদের পথ অতিক্রম করে সুদিন ফিরে আনবো।’

জাতীয় পার্টিকে নিজের সন্তান উল্লেখ করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে যোগ্য সন্তান হিসেবে রেখে যেতে চাই। যেদিন জানবো যে, যোগ্য সন্তানরা আমার পাশে দাঁড়িয়েছে সেদিন শান্তিতে মরতে পারবো।’

এরশাদ আরো বলেন, ‘আমার কর্মীদের মধ্যে এমন একটা ধারণা ছিল যে আমি অনেক বিপদগ্রস্ত। তারা আজ এ বিশাল আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তারা আমার পাশে আছে।

প্রসঙ্গত, ১৯৩০ সালের ২০ মার্চ রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ।

শেয়ার করুন