গিনেস বুকে নিজ দেশের নাম লেখাতে ফরিদপুরে শুদ্ধ স্বরলিপিতে জাতীয় সংগীত গাইবেন প্রায় ছয় হাজার মানুষ।
আগামী ২৬ মার্চ ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জাতীয় পতাকা নিয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন পেশার মানুষ একত্র হয়ে গাইবেন জাতীয় সংগীত।
এ সমাবেশকে সার্থক করতে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ২৬ মার্চের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।