পুলিশের গাড়ি উল্টে পাঁচজন আহত

0
260
Print Friendly, PDF & Email

সাভারে পুলিশের গাড়ি উল্টে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গাড়িটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া একটি বিদেশি দলের খেলোয়াড়দের গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিল।

বৃহস্পতিবার সকাল ৯টায় সাভারের তেঁতুলঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার একটি হোটেল থেকে বিকেএসপিতে অনুশীলনের জন্য ওই দলকে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের ওই গাড়িটি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিকেএসপিতে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের তেঁতুলঝোড়া এলাকায় বিদেশি খেলোয়াড়দের বাসের সামনে থাকা পুলিশের ওই গাড়িটির একটি টায়ার প্রচণ্ড শব্দে ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেলে আহত হন পাঁচ পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, গাড়ির টায়ার ফেটে যাওয়ায় পুলিশের গাড়িটি উল্টে যায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। তবে এ ঘটনায় বিদেশি খেলোয়াড়দের কেউ আহত হননি বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন