ভারত মহাসাগরের দক্ষিণে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। তিনি বলেছেন, কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া ছবিতে সাগরে ভাসমান দু’টি বস্তু ধরা পড়েছে যা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে।
গত ৮ মার্চের প্রথম প্রহরে ২৩৯ জন আরোহীবাহী বোয়িং ৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। উড্ডয়নের এক ঘন্টা পর বিমানটির পাইলটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সর্বশেষ যোগাযোগ হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দেশটির পার্লামেন্টকে আজ বৃহস্পতিবার জানিয়েছেন, সম্ভাব্য ধ্বংসাবশেষ সনাক্ত করার জন্য ওরিওন এয়ারলাইন্সের একটি বিমানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টনি অ্যাবোট বলেন, উপগ্রহে খুঁজে পাওয়া ছবির স্থান সনাক্ত করা হবে অত্যন্ত কঠিন কাজ। এ কারণে আরো তিনটি বিমানকে ওরিওন বিমানটির সঙ্গে স্থানটি সনাক্ত করার কাজে পাঠানো হয়েছে। তিনি এও বলেন, কাছে থেকে দেখলে হয়তো প্রমাণিত হবে বস্তু দু’টি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ নয়।
এর আগে একাধিকবার উপগ্রহ এবং বিমান থেকে তোলা ছবি এভাবে ভুল প্রমাণিত হয়েছে। তবে সেসব ছবির সূত্র ধরে দেশগুলোর সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের ঘোষণা আসেনি।
মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে, নিখোঁজ হয়ে যাওয়ার আগে ভেতর থেকে বিমানটির যোগাযোগ ব্যবস্থা ইচ্ছা করেই অচল করে দেয়া হয়েছিল। ২৬টি দেশের অসংখ্য বিমান ও যুদ্ধজাহাজ সাগরের বিশাল এলাকায় বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা বিমানটির পাইলটসহ সব যাত্রীর ব্যক্তিগত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন; কিন্তু সন্ত্রাস বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে তাদের কারো জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।