বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
আইনজীবী অ্যাডভোকেট আলী আফরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যা নাগাদ মিনু রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) খাঁন মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তিনি রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত-২ উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন