তাজরীন চেয়ারম্যান মাহমুদার জামিন বাতিল

0
106
Print Friendly, PDF & Email

তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিল করে আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এ আদেশ দেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান মাহমুদা আক্তারের জামিন বাতিল করার আবেদন করেন। পরদিন আবেদনের  ওপর শুনানি শেষে আদেশের জন্য ২০ মার্চ তারিখ নির্ধারণ করেন বিচারক।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন পলাশ মাহমুদা আক্তার মিতাকে জামিন দেন।

আদেশে মাহমুদা আক্তারকে প্রতি রোববার আদালতে হাজিরা দেয়ার শর্ত দেয়া হয়। এছাড়া ২০ হাজার টাকা মুচলেকা নেয়া হয়। পাশাপাশি মাহমুদা আক্তার একজন নারী ও তার শিশু সন্তান রয়েছে এমন বিষয়ও বিবেচনায় নেয়া হয়।

এর আগের দিন তাজরীনের মালিক এমডি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। জেল হাজতে পাঠানোর পরের দিনই জামিন পাওয়ায় নানা প্রশ্ন ওঠে। এ জামিনকে অস্বাভাবিক জামিন বলে অভিহিত করেন অনেক।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় আরো ৫ শতাধিক শ্রমিক।

শেয়ার করুন