প্রশাসনে নতুন ৭ সিনিয়র সচিব

0
132
Print Friendly, PDF & Email

জনপ্রশাসনে নতুন করে সাতজন সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। এছাড়া নতুন আরেকটি সিনিয়র সচিবের পদ সৃষ্টি করা হয়েছে। সব মিলিয়ে ১০টি সিনিয়র সচিবের পদ তৈরি করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে। নতুন সাত সচিবকে সিনিয়র সচিব করায় বর্তমানে সিনিয়র সচিব হলেন ১২ জন কর্মকর্তা। নতুন করে সিনিয়র সচিব হয়েছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, জনপ্রশাসন সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লা আল মামুন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন এবং ভূমি সচিব মো. শফিউল আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। বর্তমানে প্রশাসনে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী, সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ তারেক সিনিয়র সচিব হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। এর মধ্যে ইকবাল মাহমুদ ও ড. মোহাম্মদ তারেক বর্তমানে বিদেশে প্রেষণে কর্মরত রয়েছেন। উল্লেখ্য, বর্তমানে সিনিয়র সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৬৯ জন কর্মকর্তা রয়েছেন।

শেয়ার করুন