সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের উপর মালিকপক্ষের লোকজন হামলা চালালে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছে। গতকাল আশুলিয়ার মির্জানগর এলাকার ‘বিশ্বাস গ্রুপে’ এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, বিশ্বাস গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশের পর বকেয়া বেতনের দাবিতে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যায়। পরে করখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোন সিদ্ধান্ত না দেয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার ভিতরে ভাঙচুর করতে থাকে।
এ সময় মালিক পক্ষের লোকজন শ্রমিকদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মালিকপক্ষের লোকজনের হামলায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ, বিশ্বাস গ্রুপের ব্যবস্থাপক বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। কারখানাটির টেকনিক্যাল শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গত মাসের বকেয়া বেতন প্রদান না করায় শ্রমিকরা সকালে কারখানা ভাঙচুরসহ কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার দরজা-জানালার কাঁচ ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।