অনলাইনে মায়ের দুধ

0
118
Print Friendly, PDF & Email

শিশুদের জন্য মায়ের দুধই হচ্ছে সর্বোৎকৃষ্ট খাবার। তাই একে অনেকে লিকুইড গোল্ড বা তরল সোনা হিসেবে উল্লেখ করে থাকেন। কিন্তু এখন ইন্টারনেটের যুগে এই প্রাকৃতিক সম্পদটি নিয়েও ব্যবসা শুরু হয়েছে।
 
পশ্চিমা জগতে অনলাইনে বিক্রি হচ্ছে বুকের দুধ। অনেক মায়েরা আজকাল নিজেদের নাম গোপন রেখে অনলাইনে তাদের বাড়তি দুধ বিক্রির বিজ্ঞাপণ দিচ্ছেন। অনেকে নিজেদের ছোট বাচ্চার জন্য তা দেদারসে কিনছেনও।কিন্তু এই দুধ কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে এখনো ‍নিশ্চিত হতে পারছেন না পশ্চিমা স্বাস্থ্য বিশারদগণ। কেউ কেউ অবশ্য এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু যেসব ভোক্তা অনলাইনে মায়ের দুধ কিনছেন তাদের ধারণা এতে ক্ষতির তুলনায় উপকারের পরিমাণই বেশি।
 
তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সে দেশের জনগণকে অনলাইনে মায়ের দুধ কেনাবেচা সম্পর্কে সতর্ক থাকার সুপারিশ করেছে বলে বিবিসি জানিয়েছে।

শেয়ার করুন