চট্টগ্রাম: ইতিমধ্যেই আফগানিস্তান ও নেপাল বাধা উতরে গেছে বাংলাদেশ।
এখন ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে খেলার জন্য আর একটি ধাপ অতিক্রম করতে হবে মুশফিকুর রহিম বাহিনীকে। সেই বাধার নাম হলো- হংকং। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলটির মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচটি জিতলেই কোয়ালিফায়ারের প্রথম পর্ব মাড়িয়ে সুপার টেনে যাওয়া নিশ্চিত হবে স্বাগতিক দলের।
এমনিতে বাংলাদেশের কাছে একেবারে অপরিচিত শক্তি হংকং। সেই জন্য দলটির বিষয়ে খুব বেশি কিছু জানা নেই বাংলাদেশের। কিন্তু শক্তির বিচারে কিংবা আন্তর্জাতিক অভিজ্ঞতার ঝুলিতে দুই দলের মধ্যে বিস্তর ফারাক। তাই এই ম্যাচের একমাত্র সম্ভাব্য পরিণতি হতে পারে- বাংলাদেশের জয়। যদিও টাইগাররা ম্যাচের আগে ওমন হম্বিতম্বি মার্কা কোন কথা বলছেন না।
তবে বাংলাদেশ দলের সাবেক তারকাদের মাঝে ওমন রীতি-সিদ্ধতা কিংবা সমীহ জাগানিয়া কোন কথা নেই। তাই খালেদ মাসুদ কিংবা গাজী আশরাফ হোসেনরা চোখ বন্ধ করেই সাকিব আল হাসান-তামিম ইকবালদের জয় দেখতে পাচ্ছেন। সেজন্য আজ হংকং ম্যাচকে তারা পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটাকে আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ হিসেবে দেখছেন। কারণ পরের রাউন্ডে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন সব প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে টাইগারদের।