‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামেই মুক্তিযোদ্ধা ছিলেন। পঁচাত্তরে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন স্বাধীনতার পরাজিত শক্তির একজন দোসর হিসেবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মিথ্যার বেসাতির আরব্য উপন্যাসের কাহিনী শুনতে শুনতে জাতি ক্লান্ত হয়ে গেছে। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার না করলে তার শান্তির ঘুম হয় না।’
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগে নিজেদের লোকদের দিয়ে বিভিন্নভাবে লবিং করে তার ব্যাগে অনেক ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছিলেন। এসব ডক্টরেট ডিগ্রিতে কোনো গবেষণার প্রয়োজন পড়েনি। তবে একটি বিষয়ে তিনি যথার্থ ডক্টরেট ডিগ্রি পেতে পারেন। সেটি হলো মিথ্যাচার ও অপপ্রচারের কৃতিত্বের জন্য। তিনি ঝটপট সাদাকে কালো আর কালোকে সাদা বলতে পারঙ্গম, যা পৃথিবীর অন্য কেউ পারেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’