সংরক্ষিত মহিলা আসনের ৪৮ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।আজ সকালে নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আজ বুধবার সকালে কমিশন তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
আগের দিন নির্বাচন কমিশন সচিবালয়ের এক সিনিয়র সহকারী সচিব এই প্রতিবেদককে বলেছিলেন, ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই ৪৮ প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বুধবার নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে ইসি গেজেট প্রকাশ করবে বলেও তিনি গতকালই জানান।
এর আগে গত ৯ মার্চ ৫০ জন প্রার্থী ইসিতে মনোয়নপত্র জমা দেন। ১১ মার্চ যাচাইবাছাই শেষে ৪৮ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ ৪৮ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, জাতীয় পার্টির ৫ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন, জাসদের ১ জন, স্বতন্ত্র ৩ জন।
বিল খেলাপি হওয়ায় আওয়ামী লীগের সাবিয়া নাহার বেগম ও জাতীয় পার্টির (জাপা) খোরেশেদ আরা হকের প্রার্থিতা বাতিল করে ইসি। ওই দুই আসনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করবে কমিশন।
এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, বাতিল হওয়া দুই আসনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করবে কমিশন। নির্বাচিতদের গেজেট প্রকাশের সময় থেকে ২১ কার্যদিবসের মধ্যে বাকি দুই আসনের পুনঃতফসিল করার বিধান রয়েছে।