বুধবার বেলা দেড়টার দিকে ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায়ের আদালতে ওই দুই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
শুনানিতে আসামিপক্ষ সময়ের চেয়ে আবেদন করে। তবে আদালত তা খারিজ করে অভিযোগ গঠনের উদ্যোগ নিলে খালেদা জিয়ার আইনজীবীরা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে আদালত কক্ষ ছেড়ে যান বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, আসামিপক্ষের সময়ের আবেদন খারিজ করে বিচারক খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ নিলে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত কক্ষে ব্যাপক হৈ চৈ শুরু করেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাদের বাদানুবাদও হয়।
এ সময় বিএনপি সমর্থক আইনজীবীরা বিচারকের প্রতি উষ্মা প্রকাশ করলে বিচারক এজলাস থেকে নেমে যান। সেই সময় থেকে আদালতে অপেক্ষা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, তারা আদেশ পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছেন। অন্যথায় খারিজের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
বিচারকের বিরুদ্ধে অনাস্থা জানিয়েও একটি আবেদন করা হবে বলে জানান তিনি।