সচিবালয়ে তদবির ও এতে সহযোগিতা করার অভিযোগে গতকাল মঙ্গলবার বিকেলে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম, ময়মনসিংহের খাদ্য বিভাগের উপসহকারী পরিদর্শক মীর ফারুক আহমেদ ও তাঁদের সহযোগী সেতু চন্দ্র ওরফে বাবলু।
পুলিশ জানায়, বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের গাড়িচালক নজরুল অবৈধভাবে ফারুক ও সেতুকে সচিবালয়ে ঢোকান। এরপর সেতু চন্দ্র অনুমতি ছাড়াই খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দপ্তরে ঢুকে পড়েন। এ সময় সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সেতু চন্দ্রকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে আটক করা হয় নজরুল ও মীর ফারুককে। পরে তাঁদের তিনজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, খাদ্যমন্ত্রীর নির্দেশে ওই তিনজনকে আটক করা হয়।