খুলনায় ১৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

0
140
Print Friendly, PDF & Email

খুলনা: নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দফায় খুলনার ৫ উপজেলায় ভোটগ্রহণ ২৩ মার্চ। খুলনার রূপসা, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ ও ফুলতলা উপজেলায় ২২০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৭০টি ভোটকেন্দ্রকে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনী ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশের ভাষায় এগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় দফায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও চতুর্থ ধাপে ৫টি উপজেলায় নির্বাচনপূর্ব সহিংসতা বেড়েছে। প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মারধর, নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ও লিফলেট পুড়িয়ে দেয়ার একাধিক ঘটনা ঘটেছে।

 এদিকে উদ্বিগ্ন আইনশৃংখলারক্ষাকারী বাহিনী। রূপসা ও তেরখাদা উপজেলায় দুই দলের শক্তি প্রদর্শন চলায় সেখানে সংঘাতের আশঙ্কা বেশি। বটিয়াঘাটা ও ফুলতলা উপজেলা নিয়েও ঝুঁকি কম থাকছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ৪৯টি ভোটকেন্দ্রের ৪১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বটিয়াঘাটা উপজেলার ৫০টি কেন্দ্রের মধ্যে ৪৯টি, দাকোপ উপজেলার ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪০টি, ফুলতলা উপজেলার ৩৭টি কেন্দ্রের মধ্যে ২৩টি এবং তেরখাদা উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।

জেলার ৫টি উপজেলায় একসঙ্গে নির্বাচন হওয়ায় আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্য প্রয়োজন পড়ছে অনেক বেশি। ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ ও আমর্ড পুলিশ চেয়ে ঢাকায় চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।  ঝুঁকিপূর্ণ এই ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস হোসেন বলেন, ইতোমধ্যে অনেক প্রার্থী তাদের উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়েছেন। বিগত তিনবারের তুলনায় এবার আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও সেনা সদস্য চাওয়া হয়েছে।

এদিকে ৫ উপজেলায় একসঙ্গে নির্বাচন হওয়ায় উৎকণ্ঠা বেশি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোটাররা। একই সঙ্গে ভোটাররা যাতে স্বাভাবিক পরিবেশে ভোটকেন্দ্রে আসতে পারে এজন্য ভোটের আগের দিন থেকেই ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং অফিসার ও আইন-শৃংখলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন।

শেয়ার করুন