অভিনেত্রী সানি লিওন তার মুক্তি প্রতীক্ষিত একটি ছবিতে সন্ধা মৃদুল নামের এক অভিনেত্রীকে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন। এখবর ফাঁস হবার পরই তুমুল গুঞ্জন শুরু ।এই গুঞ্জনে বিরক্ত সানি বলেছেন, ওই দৃশ্যটা ওই ছবির একটা অংশ। আমি বুঝি না মানুষ এটাকে কেন এতো বড় ব্যাপার মনে করছে। আর তাছাড়া যেটা হয়ে গেছে সেটা তো আর আমরা মুছে ফেলতে পারবো না। সন্ধা দারুন একজন মেয়ে। চুম্বনের সময়টা আমরা দুজনেই উপভোগ করেছি।
এছাড়াও কৌতুক অভিনেতা রাসেল পিটারের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টা ভুল ছিল বলেও দাবী করেন তিনি। এ সম্পর্কে সানি বলেন, আমি আর পিটার দীর্ঘ দিনের বন্ধু। তাই আমরা একান্তে একটু সময় কাটাতেই পারি।
ওই সাক্ষাৎ কেন ভুল ছিল সে সম্পর্কে তিনি বলেন, ওই সাক্ষাতের কারণে অনেক কিছুই নষ্ট হয়েছে। এখন সাক্ষাৎ করলে হয়তো আমি তাকে জড়িয়ে ধরতাম এবং তার পরিবারের খোঁজ নিতাম। সত্যিই সে মানুষ হিসেবে দারুন।