‘টিআইবি-সুজন’র আয়ের উৎস দেখা হবে

0
116
Print Friendly, PDF & Email

ঢাকা: দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন টিআইবি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) একটি গোষ্ঠীর লবিস্ট হিসেবে কাজ করছে অভিযোগ করে তাদের আয়ের উৎস খতিয়ে দেখার কথা বলেছেন সরকারের দুই মন্ত্রী।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

জিল্লুর রহমান স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সুজনকে আলোচিত ১১/১’র কুশীলব উল্লেখ করেন কামরুল ইসলাম। বলেন, সুজনদের আচার-আচরণ, কথাবার্তায় মনে হয় তারা একটি গোষ্ঠীর লবিস্ট।

তিনি বলেন, তারা যে রিপোর্ট দিয়েছে, তার মাধ্যমে বিএনপিকে অগ্নিসংযোগ ও সহিংসতায় উৎসাহ যোগানোর চেষ্টা করেছে।

সুজন-টিআইবিসহ এনজিওদের আয়ের উৎস জানা দরকার উল্লেখ করে এ মহানগর আওয়ামী লীগের নেতা বলেন, ‘সুজনদের আয়ের উৎস খুঁজে বের করা উচিত। বিদেশ থেকে কিভাবে টাকা আসে তা জনগণ জানতে চায়।’

এরপর বক্তব্যে মোহাম্মদ নাসিম খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের সমর্থন করে বলেন, ‘মন্ত্রপরিষদের আগামী বৈঠকে আপনি এনজিওদের আয়ের উৎস খতিয়ে দেখার জন্য প্রস্তাব তুলবেন। আমি আপনাকে সমর্থন করব।’

কামরুল ইসলাম বলেন, সুজন ১/১১’র মত রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন করছে। তাদের কারণে রাজনৈতিক নেতাদের চরিত্র, সংসদীয় গণতন্ত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশ নিয়ে চক্রান্ত করছে। তার কথাবার্তা, আসফালন দেখে সন্দেহ হয়। তিনি দেশ নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোন লাভ হবে না।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘সংসদে বিরোধী দল সরকারকে গালি-গালাজ করলেও সুশীল সমাজের সমস্যা হয়। আবার না করলেও তাদের সমস্যা হয়।’

তিনি বলেন, ‘বর্তমান সংসদের বিরোধী দল গঠনমূলক বিরোধী দল। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করে।’

নাসিম বলেন, ‘মাত্র তো তিন মাস হলো। এখনও অনেক সময় বাকি। সময় গড়ানোর সঙ্গে দেখতে পাবেন বিরোধী দল সরকারের কত রকম সমালোচনা করছে।’

নাসিম বলেন, বিএনপি হল সুখী মানুষের দল। তারা রাজপথে কষ্ট সহ্য করে আন্দোলন করবে না। তারা কখনও আন্দোলন করেনি। আওয়ামী লীগ আন্দোলন করেছিল। বিএনপি সহযোগিতা করেছিল।

পাঁচ বছর পর সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এজন্য বিএনপিকে দল গুছিয়ে অপেক্ষা করারও আহ্বান জানান আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য।

উল্লেখ্য, মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলন থেকে টিআইবি ও সুজন বর্তমান সরকার, সংসদ ও উপজেলা নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে টিআইবি’র দাবি, বর্তমানে সংসদে কোন বিরোধী দল নেই। এ অবস্থা সংসদীয় গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তারা এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মত দেয়।

আয়োজক সংগঠনের সভাপতি এমএ করিমের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তৃতা করেন।

শেয়ার করুন