জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চার্জ শুনানির জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সময় চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে দু’টি মামলায় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
দুপুরে আদালতে খালেদা জিয়ার এ আবেদন দু’টির ওপর শুনানি নিয়ে সময় বাড়ানোর বিষয়টি নাকচ করে দেন বিচারক।
এ আদেশের পরপরই আদালতে শুরু হয় হট্টগোল। বিচারকের ওপর চড়াও হন খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা। অকথ্য ভাষাও ব্যবহার করতে থাকেন তারা।
এ অবস্থায় বিচারক এজলাস ছেড়ে উঠে চলে যান।