শেখ হাসিনা ভারত সরকারের ব্ল্যাক মেইলের শিকার’

0
105
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ব্ল্যাক মেইল করেছে। তাই ভারত যা বলবে তাতে শেখ হাসিনাকে হ্যাঁ বলতে হবে। যতদিন তিনি হ্যাঁ বলবেন ততো দিন তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত জাতীয় নেতাদের মুক্তি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পিন্ডির শৃঙ্খল থেকে যদি মুক্তি হতে পারি তাহলে দিল্লির শৃঙ্খল থেকেও মুক্তি হতে পারবো।

নির্বাচন কমিশনকে গৃহপালিত আখ্যা দিয়ে তিনি বলেন, এদের দ্বারা কোন সুষ্ঠ ও অবাধ নির্বাচন হবে তা চিন্তা করাটাও বোকার রাজ্যে বসবাসের শামিল।

তিনি বলেন, গণতন্ত্রকে বেশিদিন ক্ষমতার জোরে আটকে রাখা যায় না। গণতন্ত্রের দরজা বন্ধ হলেও বিকল্প পথে গণতন্ত্র মুক্তি হবে

শেয়ার করুন