দাম বৃদ্ধি মানে মরার উপর খাঁড়ার ঘা

0
181
Print Friendly, PDF & Email

ঢাকা: দাম কমানোর কথা থাকলেও আরও এক দফা দাম বাড়ানোকে মরার উপর খাঁড়ার ঘা বলে মনে করেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ব্যবসায়ী আল আমিন ।

তিনি বলেন, আমরা গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। এখন যে বিল আসে তা দিতেই হিমশিম খেতে হয়। অনেক সময় বকেয়াও হয়ে যায়। এরমধ্যে ফের বিদ্যুতের দাম ব‍ৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা ছাড়া আর কিছু নয়।

বুধবার বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে আল আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এতে শহর এলাকার কল-কারখানার মালিকদের সমস্যা না হলেও গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষের নতুন ঝামেলার সৃষ্টি হবে। বিল দিতে না পারায় অনেকের সংযোগ হয়তো কেটে দেওয়া হতে পারে।

এতে জনগণের ক্ষতি হলেও সরকার এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা লাভবান হবেন বলেও মন্তব্য করেন  আল আমিন।

শেয়ার করুন