সালমান কি সত্যিই বিয়ে করবেন?

0
153
Print Friendly, PDF & Email

লিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি জানিয়েছেন, তিনি চলতি বছরই বিয়ে করতে পারেন। এমনকি রুমানিয়ার এক নারীই যে তার সেই কাক্সিত পাত্রী, সেটাও মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কিন্তু তবুও সন্দেহ যাচ্ছে না। তিনি সত্যিই বিয়ে করবেন কি না সে প্রশ্নটি তাই বেশ জোরালোভাবে দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, শেষ পর্যন্ত বিয়ে করা হবে না সালমান খানের। কেন হবে না তা-ও তারা বলছেন। চিরনবীন : ৪৭ বছর বয়সেও সালমান বলিউডের অন্যতম হ্যান্ডস্যাম নায়ক। তিনি সবসময় ইন্ডাস্ট্রিতে তার উপস্থিতি নিশ্চিত করে আসছেন, এমনকি কোনো কোনো নায়িকাকে তাদের বয়স নিয়ে টিজও করেছেন।  ভাতিজা ও ভাতিজিরা তার শিশু : বিশাল হৃদয়ের মানুষ হিসেবে তিনি পরিচিত। ভাতিজা-ভাতিজিদের তিনি নিজের সন্তানের মতো দেখেন। তার মতে, মানুষ বিয়ে করে সন্তানের জন্য। তার তো তা আছেই। তাই বিয়ে করাটা গুরুত্বপূর্ণ নয়। সঠিক কনের অপেক্ষা : সালমানকে অনেকবারই তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে। কিন্তু প্রায়ই তিনি বলেছেন, তিনি পছন্দের পাত্রীর জন্য অপেক্ষা করছেন। সঙ্গীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো জনপ্রিয় নায়িকাদের সাথে বন্ধুত্ব করেছেন। কিন্তু তাদের সেই সম্পর্ক টেকেনি, তারা কেউ মিস পারফেক্ট বিবেচিত হননি। আমিরের কথায় কর্ণপাতহীন : বলিউডের আরেক সুপারস্টার আমির খান পরিচিত সালমানের সেরা বন্ধু হিসেবে। বিভিন্ন মিডিয়া কনভারসেশনে আমির অনেকবারই বিয়ের কথাটি তুলেছিলেন। কিন্তু ‘মি. পারফেকশনিস্টের’ কথায় কান দেন

শেয়ার করুন