জামায়াতকে ফেসবুকেও নিয়ন্ত্রণ করবে সরকার!

0
118
Print Friendly, PDF & Email

দেশের নানা অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের নামে ফেসবুকে খোলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট থেকে সরকারের ব্যর্থতা আর মন্ত্রী, সরকার দলীয় সংসদ সদস্যদের অনিয়ম, দুনীর্তির সমালোচনা করা হচ্ছে। সিআইডি, র‍্যাব আর গোয়েন্দা পুলিশের ‘সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক’ সেলগুলোর আলাদা অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযোগ, ‘জামায়াতের বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে দলটির ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা ফেসবুকে খ্যাতিমানদের নামে অ্যাকাউন্ট খুলে দলীয় প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগের এ মাধ্যমে জামায়াতের ভুয়া অ্যাকাউন্ট আছে কমপক্ষে পাঁচ লাখ।’

সিআইডি, র‍্যাব, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত সপ্তাহে জানানো হয়, ‘কমপক্ষে পাঁচ লাখ ভুয়া অ্যাকাউন্ট থেকে জামায়াত রাজনৈতিক সহিংসতা, মিথ্যাচার ছড়াচ্ছে। সরকারের শীর্ষ ব্যক্তিদেরকে ব্যক্তিগত আক্রমণ, তাদের বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট, অশ্লীল ছবি, ভিডিও শেয়ার করা হচ্ছে অ্যাকাউন্টগুলো থেকে। যা সাইবার ক্রাইম, বা তথ্যপ্রযুক্তি বিষয়ক অপরাধ।’

গোয়েন্দা পুলিশের দাবি, ‘অভিনেতা, সঙ্গীতশিল্পী, শিক্ষক, খেলোয়াড়, উপস্থাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতির বিশ্লেষকসহ নানা অঙ্গনের খ্যাতিমানদের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট আছে কমপক্ষে পাঁচ লাখ। দেশের বিভিন্ন এলাকা, এমনকি বিদেশে থাকা জামায়াত, শিবিরের নেতাকর্মীরা এসব অ্যাকাউন্ট খোলেছেন। দলীয় প্রচারণা চালানোই এর উদ্দেশ্য।’

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত সপ্তাহে আরো জানানো হয়, ‘ভুয়া ফেসবুক আইডিগুলো থেকে সরকারের নানা কর্মকাণ্ডের পাশাপাশি আলোচিত ঘটনার জামায়াতি ব্যাখ্যা দেয়া হচ্ছে। লিংক দেয়া হচ্ছে সরকার বিরোধী নানা লেখা, প্রতিবেদনের। অনেক অ্যাকাউন্ট থেকে যুদ্ধাপরাধের বিচার, আর্ন্তজাতিক অপরাধ আদালতের তথাকথিত ত্রুটি তোলে ধরা হচ্ছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ‘জামায়াত, শিবিরের নিয়ন্ত্রিত ফেসবুক পাতা, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে শীঘ্রই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন জানানো হবে

শেয়ার করুন