অবৈধ অভিবাসী ছাত্রছাত্রীদের স্বপ্ন কেড়ে নিল নিউইয়র্ক

0
179
Print Friendly, PDF & Email

অবৈধদ ছাত্রছাত্রীদের স্বপ্নের ‘ড্রিম অ্যাক্ট’ বাতিল করে দিয়েছে নিউইয়র্ক স্টেট সিনেট। এ আইন বাতিলের মধ্যদিয়ে অবৈধ অভিবাসীদের পড়ালেখার স্বপ্নকে কেড়ে নিল উদারপন্থী অভিবাসীদের রাজ্য হিসেবে পরিচিত নিউইয়র্ক।

স্থানীয় সময় গত সোমবার ১৭ মার্চ মাত্র ২ ভোটের ব্যবধানে বিলটি খারিজ হয়। নিউইয়র্ক সিনেটে ৬৩ আসনের মধ্যে দুটি আসন খালি থাকায় ৬১ আসনের বিলটি পাশের জন্য প্রয়োজন ছিল ৩২ ভোট। কিন্তু এর মধ্যে আরো দু’জন সিনেটর ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর একজন ডেমোক্রেট সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ায় বিলটি বাতিল হয়ে যায়। অবশেষে ৩০-২৯ ভোটে বাতিল হয় বিলটি। সিনেট ফ্লোরে কোনো বিলের এ ধরনের পরিণতি ঘটনা বিরল।

রচেষ্টার এলাকার ডেমোক্রেট সদস্য সিনেটর টেড ও’ব্রায়েনই একমাত্র সদস্য যিনি নিজ দলের আনা এই বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। বিলটির কো স্পন্সর ও চেম্বারের mহ-সভাপতি সিনেটর জেফ ক্লাইন সিনেটর বিলটির এ পরিণতিতে চরমভাবে হতাশ বলে অভিমত ব্যক্ত করেছেন।

শেয়ার করুন