বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধার অভাবে বাংলাদেশের গার্মেন্টসের অনেকগুলো অর্ডার ভারতে চলে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশীস্থ বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে কাফেক্সপো-২০১৪ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্যাস সংকটের কারণে গার্মেন্টসের ব্যয় অনেক বেড়ে যাচ্ছে উল্লেখ করে বিজিএমইএ এর এ নেতা বলেন, ‘সঠিক সময়ে গার্মেন্টসের শিপমেন্টসহ সব কাজ ঠিক রাখতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা করতে হবে। গার্মেন্টসগুলোতে মানসম্মত কর্মপরিবেশ বজায় রাখতে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রতিনিধিদলের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হচ্ছে।
দেশের স্থিতিশীলতার জন্য আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে সরকারি দলসহ সব রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানান তিনি।