আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ- ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আমাদের দেশের মাদ্রাসায় যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। সেই রাজনৈতিক উদ্দেশ্যের কারণে আমরা অনেক দূর পিছিয়ে আছি।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে আয়োজিত শামীমা পারভীন বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারীকে অশিক্ষিত রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের অগ্রগতি সাধিত করতে হবে। ‘নারীদের শিক্ষা দেওয়ার দরকার নেই’ এই কথা বলে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া সম্ভব হবে না।
সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।