নূরুল হুদাকে বিএনপির সমর্থন

0
111
Print Friendly, PDF & Email

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদাকে আবারো দলীয় সমর্থন দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে সিলেট সদর উপজেলা নির্বাচনে নুরুল হুদা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১১ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করেছিল বিএনপি।

এরপর ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জড়ো হন সিলোটর স্থানীয় নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শণ করে সিলেট সদরের সাবেক সভাপতি নুরুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়ার দাবি জানান। সে সাথে সংশ্লিষ্ট উপজেলায় নুরুল হুদাকে দলীয় সমর্থন দিতে চেয়ারপারসনের হস্তক্ষেপ কামনা করেন।

এরই প্রেক্ষিতে ১৪ মার্চ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

শেয়ার করুন