এবার চলচ্চিত্রের রূপালি পর্দায় দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বর্ণময় ক্যারিয়ার। ভারতীয় ক্রিকেট দলে তার অর্ন্তভূক্তি থেকে শুরু করে অধিনায়ক নির্বাচিত হওয়া এবং বিশ্বকাপ জয়সহ ক্রমেই দেশের ইতিহাসে সেরা দলপতি হয়ে ওঠা সহ নানা বিষয় উঠে আসবে ছবিটিতে। থাকবে তার স্ত্রীর সঙ্গে খানিকটা অংশও।
ধোনির ভূমিকায় অভিনয় করবেন ‘শুদ্ধ দেশি রোমান্স’ খ্যাত সুসান্ত সিং রাজপুত। আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয়ের কথা রয়েছে দীপিকা পাডুকোন বা শ্রদ্ধা কাপুরের।
ছবিটি পরিচালনা করবেন নিরাজ পাণ্ডে। ইতোমধ্যে ধোনি তার জীবন কাহিনী নিয়ে ছবিটি তৈরি করতে নাকি অনুমতিও দিয়ে দিয়েছেন নিরাজকে।
জানা গেছে, এরইমধ্যে সুসান্ত সিং রাজপুত ধোনির চারিত্রিক নানা বৈশিষ্ট নিয়ে পড়াশুনা শুরু করেছেন। দেখছেন তার উল্লেখযোগ্য কিছু খেলা ও সাক্ষাৎকারের ভিডিও ক্লিপিংসও। এমনকি চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে রাচিতে ধোনির নিজ বাড়িতে তার পরিচিত ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছেন।
এও শোনা যাচ্ছে যে, সুসান্ত নাকি মুম্বাইয়ে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়ার আগে ধোনির সঙ্গে কথাও বলেছেন।
আগামী বছরের শুরুর দিকে ছবিটির শ্যুটিং শুরুর কথা রয়েছে।