আদালতে যাবেন খালেদা জিয়া

0
98
Print Friendly, PDF & Email

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া পরিবর্তন’কে এ তথ্য জানান।

এর আগে এ দুই মামলায় কয়েক দফা আদালতে হাজির হতে সময়ের আবেদন করেন খালেদা জিয়া।

সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবারের মতো সময় দিয়েছিলেন আদালত।

যার প্রেক্ষিতে আগামী ১৯ মার্চ মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছিলেন আদালত। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল ইসলাম ওই আদেশ দিয়েছিলেন।

শেয়ার করুন