২৩ মাসেও সন্ধান মিলেনি ইলিয়াস আলীর

0
130
Print Friendly, PDF & Email

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ২৩ মাস পূর্ণ হলো আজ। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে বাসায় ফেরার পথে রাজধানীর বনানী থেকে ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী ও তার গাড়ির ড্রাইভার আনছার আলী। তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ইলিয়াস আলী নিখোঁজের পর উত্তপ্ত হয় রাজনৈতিক অঙ্গন। আন্দোলনে প্রাণ হারান কমপক্ষে আটজন। চলে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও মিলেনি ইলিয়াস আলী নিখোঁজের কোনো ক্লু।

নিখোঁজের ২৩ মাস পূর্ণ হলেও আজও জানা যায়নি বিএনপির জনপ্রিয় এই নেতা বেঁচে আছেন না মারা গেছেন। তার পরিবারের সদস্যরা এখনো প্রহর গুণের হয়ত ইলিয়াস আলী একদিন ফিরে আসবেন। মাঝে গুজব ছড়িয়ে পড়ে ভারতের কারাগারে আটক আছেন ইলিয়াস আলী। তবে এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

শেয়ার করুন