সরকার জঙ্গি প্রমাণ করেছে : তুহিন মালিক

0
104
Print Friendly, PDF & Email

আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক বলেছেন, কিছুদিন আগে মন্ত্রিরা বলেছেন, ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যাংক থেকে ৩ কোটি টাকা অনুদান নিলেন। সরকার এতে প্রমাণ করেছে সরকার জঙ্গি।

সোমবার রাতে নঈম নিজামের উপস্থাপনায় এসএটিভির ‘লেট এডিশন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

তুহিন মালিক বলেন, নির্বাচন সুষ্ঠু হলেও স্বৈরশাসক রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। কিংবা নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। হিটলার বৈধ নির্বাচনে জয়ী হয়েছেন। এর পরেও স্বৈরশাসকের সৃষ্টি হয়েছে। আর আমাদের নির্বাচন, সরকার অবৈধ।

গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে এমন মšত্মব্য করে তিনি বলেন, হত্যা করলে ফাঁসি দেয়া হয়। কিন্তু বর্তমান এদেশে সবচেয়ে বড় অপরাধ রাজনৈতিক আন্দোলন। আন্দোলন করার সঙ্গে সঙ্গে গুলি করে মেরেফেলা হয়। এর কোনো বিচার নেই, আপিল নেই। রাজনীতি করলেই যদি এত বড় অপরাধ হয়ে যায়, তাহলে মানুষ চুরি ও হত্যা করেও বাঁচার সুযোগ পাবে। রাজনীতি করলে সুযোগ নেই। এই অবস্থা গণতন্ত্রে ফিরে যাওয়া বড় বিপদের।

৫ জানুয়ারি অবৈধ নির্বাচন, অবৈধ সরকার একথা উল্লেখ করে তুহিন মালিক বলেন, এর ফলে স্বৈরশাসনের সৃষ্টি হয়েছে। এটি যতখন পর্যন্ত নিঃশেষ না হবে ততখন পর্যন্ত গণতন্ত্র আসবে না। গণতন্ত্র তখনি পাখা মেলে উড়বে যখনি এই স্বৈরশাসকের পতন ঘটবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থের ২৭৩ পৃষ্ঠায় বলা হয়েছে নীতিহীন নেতৃত্ব যদি চলতে থাকে সেটি সাময়িকভাবে মিষ্টি হবে। কিন্তু জাতির প্রয়োজনে এই নেতৃত্বের কাউকে খুঁজে পাওয়া যাবে না এসব কথা উল্লেখ করে তিনি বলেন, তার দলের লোকজনরাই নীতিহীন রাজনীতি করছেন।

তুহিন মালিক বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, সব চোরের দল, চাটার দল। এখন যারা আছেন তারা বঙ্গবন্ধুর আদর্শের জায়গা থেকে সরে গেছেন। তার যে প্রতিষ্ঠিত বাকশাল দল ছিল- সেটি থেকেও সরে গেছেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ হয়েছে এর ফলে সামাজিক বিজ্ঞান পরিবর্তন করা প্রয়োজন এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষ সামাজিক জীব এটি বাংলাদেশের জন্য অসত্য, এদেশের জন্য মানুষ রাজনৈতিক জীব। এখানে সামাজিকতার কোনো সুযোগ নেই। রাজনীতি করলে সব পাওয়া যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

তুহিন মালিক বলেন, শনিবার পাবনায় দু’শতজন জামায়াতের কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন এখন তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন না দিয়ে কারাগারে ডোকানো হল। এই ধরনের নেতার যদি জামিন না হয় তাহলে বাংলাদেশের কারো জামিন হবে না।

শেয়ার করুন