রাজশাহীতে ছাত্রাবাসে ছাত্রলীগের তাণ্ডব, আহত ৩০

0
152
Print Friendly, PDF & Email

রাজশাহী নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রাবাসে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ। সোমবার মধ্যরাতে কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে এ তাণ্ডব চালায় তারা। এ সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় ছাত্রাবাসটির অন্তত: ৩০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, একাদশ শ্রেণীর শিক্ষার্থী মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, নাজমুল ইসলাম, জাফর, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এজাজ আহমেদ, তারিফ ও কর্ণেল। এরা সকলেই গুরুতর অবস্থায় হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আহত সাতজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে।

এদিকে আহতরা জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি পারভেজ এবং শামসুদ্দিন ছাত্রবাস শাখা সভাপতি কৌশিকের নেতৃত্বে ১২/২০ জন ছাত্রলীগ কর্মী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রবাসে হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আবাসিক ছাত্রদের এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।

পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের রামেক হাসপাতালে নেওয়া হয়। এর আগে সোমবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের বাদানুবাদ হয়। পরে কলেজ কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে সেই ঘটনার তাৎক্ষণিক নিষ্পত্তি করে দেন। তারপরও রাতে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

এদিকে, এ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আজিজুর রহমান দিপু হামলার ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ করেছেন আহতরা। এর আগে কলেজের ছাত্রাবাসে কয়েক দফা ছাত্রলীগ কর্মীদের হামলায় তিনি ইন্ধন দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আজিজুর রহমান দিপু। এছাড়া কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও ছাত্রলীগ সভাপতি পারভেজের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার জানান, দুপুর ১২টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্রাবাস তত্ত্বাবধায়কের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তার বিষয়েরও একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আজ মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলে জানান।

অন্যদিকে, নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরো বলেন, ছাত্রদের দু’পক্ষের মধ্যে ওই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। এছাড়া এ নিয়ে থানায় কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন