জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচন দলীয়ভাবে হওয়ার পক্ষে মত জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
রংপুরের পীরগঞ্জের ফতেপুরে পৈত্রিক বাড়ি জয়সদনে সোমবার এক কর্মী সম্মেলনে জয় এই মত দেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়ার পক্ষে মত দিয়েছেন।
জয় বলেন, “আমেরিকায় নির্দলীয় কোনো নির্বাচন হয় না। ইউরোপ, কানাডা, ভারতেও কোনো নিদলীয় নির্বাচন হয় না। স্বৈরাচারদের আইন বাতিল করে আমাদের ফিরে যাওয়া উচিত। সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত।”
তিনি বলেন, “আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। তবে অনেক কারণে বিপুলভাবে হয়ত সিট পায়নি।”
বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর জয় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “জামায়াতও এই নির্বাচনে অংশ নিতে পারছে, যারা আইনগতভাবে নিষিদ্ধ। এটা লজ্জার বিষয়।”
সোমবার সকালে বাবা ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন জয়। এরপর কেক কেটে নানা বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করেন। কর্মীসভা শেষে বেলা পৌনে ১১টার দিকে ফতেপুর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন জয়। সেখান থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
কর্মীসভায় আরো বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, হুইপ ইকবালুর রহিম, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।