নওগাঁয় মন্ত্রী এবং হুইপের এলাকায় আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থীরা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শনিবার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিকের এলাকা মান্দায় আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রশিদ।
অন্যদিকে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জমান সরকার বাবলুর এলাকা ধামুইরহাটে আওয়ামী লীগ প্রর্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা মঈন উদ্দীন।
এছাড়া পোরশা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রর্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা মাও.আব্দুস সালাম ।
এর আগে প্রথম ধাপের নির্বাচনে রানীনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা হারুনুর রশিদ এবং মহাদেবপুরে জামায়াত নেতা রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।
দ্বিতীয় ধাপে নওগাঁ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা এডভোকেট আ স ম সায়েম, বদলগাছী উপজেলায় স ম ফজলুল হক বাচ্চু, পত্নীতলায় জামায়াত নেতা মাও. হাবিবুর রহমান বিজয়ী হয়েছেন।