আবারো জরিমানার কবলে পড়লেন সাকিব আল-হাসান। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আইসিসির নিয়ম ভাঙার দায়ে জরিমানা করা হয়েছে বাংলাদেশের এ তারকাকে। জরিমানা হিসেবে সাকিবের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। ওয়েবসাইটে প্রকাশিত আইসিসির একটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসের নবম ওভারের সময় দৌলত জাদরানের সঙ্গে মৃদু বাক বিতর্ক হয় সাকিবের। তখন দৌলত ইচ্ছাকৃতভাবে সাকিবের শরীরে ধাক্কা দেন। সাকিবও উল্টো ধাক্কা দিয়ে প্রতিবাদ করেন। এর ফলেই মাঠের আম্পায়ারদ্বয় থার্ড আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ম্যাচ রেফারির কাছে অভিযোগ দায়ের করেন। পরে ম্যাচ রেফারি সাকিবকে জরিমানা করেন।
তবে সাকিবকে একাই এ শাস্তি দেওয়া হয়নি। একই শাস্তি ভোগ করতে হবে আফগান পেসার দৌলত জাদরানকেও।
আইসিসি জানিয়েছে, সাকিব ও দৌলত আইসিসির ‘কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ারের’ ২.২.৪ তম ধারা লঙ্ঘন করেছেন। যাতে প্রত্যেক খেলোয়াড়কে অন্য খেলোয়াড়ের সঙ্গে ইচ্ছাকৃত ও অগ্রহণযোগ্য শারীরিক সংঘর্ষ এড়িয়ে যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও এক অনাকাক্সিক্ষত কা- ঘটিয়ে জরিমানা গুনেছিলেন সাকিব।