বগুড়ার নন্দীগ্রামে শত্রুতামূলক ভাবে ৫একর বোরো ধানের ফসলি জমি ক্ষতি করেছে দূর্বৃত্তরা।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের নাগরকান্দি মাঠের ফসলি জমিতে ওই ক্ষতির ঘটনা ঘটে। ওই জমির মালিক নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আ.ওহাব চাঁন। অভিযোগে প্রকাশ, গত মঙ্গলবার রাতে দূর্বৃত্তরা তার ৫ একর বোরো ধানের জমিতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে। এতে তার ৫একর জমির বোরো ধানের গাছ হলুদ বিবর্ণ রুপধারণ করে দ্রুত নষ্ট হয়ে য়ায়।
আ. ওহাব চাঁন গত ২ই ফেব্র“য়ারি নন্দীগ্রাম থানায় রাণীনগর উপজেলার শিয়ালা গ্রামের ফুলবর আলীসহ ১১ জনের নামে অভিযোগ করে। ওই অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয় বলে থানা সূত্রে জানাযায়।
ওই জমির মালিকসহ অনেকের ধারণা করছে, যাদের নামে জিডি করা হয়েছে তারাই ওই ঘটনা ঘটিয়েছে। এতে সে অপুরণীয় ক্ষতির মুখে পড়েছে। পুলিশ বলেছে ওই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।