সিংড়ায় ট্যাবলেট খেয়ে গৃহবধূকে হত্যা

0
180
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়ায় মুক্তি খাতুন (২৭) নামের এক গৃহবধূকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মুক্তি উপজেলার তাজপুর ইউনিয়নের হিয়াতপুর গ্রামের কৃষক ইব্রাহীম মন্ডল’র মেয়ে ।

শনিবার রাতে সিংড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। এবিষয়ে নিহত গৃহবধূর পিতা ইব্রাহীম মন্ডল বাদী হয়ে সিংড়া থানায় মামলা করায় হত্যার দায়ে অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটক রফিকুল পৌর শহরের দমদমা মহল্লার মৃত: নূর মোহাম্মদ এর ছেলে ও সিংড়া বাজারের একজন মসলা ব্যবসায়ী বলে জানা গেছে।

সিংড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে মুক্তি ও রফিকুল ইসলামের বিয়ে হয়। প্রথম স্ত্রী হোসনে আরা বেগম ও তার তিন সন্ত্রানের কারণে দ্বিতীয় স্ত্রীকে একটি ভাড়া বাসায় রাখা হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবী ও নির্যাতনের কারণে ৩ বছরের মাথায় ৭ দিনের জন্য রফিকুল ও মুক্তির মধ্যে বিচ্ছেদও ঘটে। মুক্তি খাতুন পাষন্ড স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে সম্প্রতি তাজপুর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে কিছুদিন তথ্য সেবায় সহকারী হিসেবে কাজ করেন। সম্প্রতি নাটোরের বাঁধন ক্লিনিকে মুক্তির নার্সের চাকুরী কথা হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে শনিবার সন্ধ্যায় রফিকুল তার স্ত্রী মুক্তি খাতুনকে জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে অভিযোগ করা হয়েছে। এবিষয়ে নারী শিশু নির্যাতন আইনে যৌতুকের কারণে স্ত্রীকে মারপিট করে হত্যার দায়ে স্বামী রফিকুলসহ ২জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

সিংড়া থানার ওসি তদন্ত আমিনুল রহমান আটকের সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন