নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের নিখোঁজ মাদরাসা ছাত্র সোলায়মান হোসেনের ৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি। রোববার সকাল ৮টার দিকে মাদরাসা ছাত্র সোলায়মান হোসেন (১৫) তার শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ জেলা সদরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে হঠাৎ বাড়ি থেকে স্থানীয় নলডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। সে নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার আলিমের ছাত্র। তার মাদরাসা ও সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে যাওয়ার সময় সে ব্যাগ বা কোন জিনিসপত্র নিয়ে যায়নি। এ ব্যাপারে নলডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। ৫ ফিট চার ইঞ্চি উচ্চতার সোলায়মান নিখোঁজ হওয়ার সময় কালো প্যান্টও ফুলহাতা শার্ট পরা ছিল। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার ও স্বাস্থ্য স্বাভাবিক। দুই ভাইয়ের মধ্যে ছোট এই মেধাবী ছাত্রের হারিয়ে যাওয়ার ঘটনায় তার বাবা আব্দুল মান্নান ও মা আমিনা বেগম হতাশ হয়ে পড়েছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি সোলায়মানের সন্ধান পেলে তার বড় ভাই মিজানুর রহমান ০১৭৪৫-৫৭৯৩৭৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।