হল উদ্ধারে শহীদ মিনারে জবি শিক্ষার্থীরা

0
136
Print Friendly, PDF & Email

আবাসন সংকট নিরসনে হল উদ্ধারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা।

জবি ছাত্রলীগের নেতৃত্বে সমাবেশে প্রায় দেড় হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন। এই আন্দোলনে শিক্ষকদের থাকার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের ‘সন্ত্রাসী’ আচরণের কারণে শিক্ষক সমিতি ছাত্র মহাসমাবেশ বর্জন করেছে।

প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে জবির শিক্ষার্থীরা ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃত্বে দখলকৃত হল উদ্ধার ও নতুন হল নির্মাণের জন্য আন্দোলন করছে।

শেয়ার করুন