তৃতীয় দফায় কারচুপির মহাযজ্ঞ, শিগগিরই কর্মসূচি: রিজভী

0
105
Print Friendly, PDF & Email

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী অভিযোগ করেছেন, তৃতীয় দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট কারচুপি ও সন্ত্রাসের মহাযজ্ঞ চালিয়েছে। খুব শিগগিরই এর প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে।

তিনি রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির যে আশঙ্কা করা হয়েছিল, সরকার সেগুলোই বাস্তবায়িত করেছে।

রিজভী অভিযোগ করেন, নির্বাচনে মন্ত্রী, এমপি ও এমনকি তাদের এপিএসরাও প্রভাব বিস্তার করেছে।

ভোট সুষ্ঠু হয়েছে নির্বাচন কমিশনের এমন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সারা দেশের মানুষ দেখেছে কিভাবে ভোট কারচুপি হয়েছে। অথচ নির্বাচন কমিশন এর উল্টো কথা বলছে।

ভোট কারচুপি ও নির্বাচন কমিশনের ‘ন্যাক্কারজনক’ ভূমিকার সমালোচনা করে বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, খুব শিগগিরই এর প্রতিবাদে কর্মসূচি নির্ধারণ করা হবে।

শেয়ার করুন