গতকাল সমাপ্ত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এত আ’লীগ ৪০, বিএনপি ২৯ ও জামায়াত সমর্থিতরা ০৮ টি চেয়ারম্যান পদে জয়লাভ করেছে।
তবে অবাক ব্যাপা হলো এই দফায় বর্তমান সংসদের বিরোধীদল জাতীয় পার্টি কোথাও কোন আসন লাভ করতে পারেনি।
এটা নিয়ে টিভির দর্শক ও পত্রিকার পাঠকরা টিভিতে কিংবা পত্রিকার পাতায় জাতীয় পার্টির কোন আসন না দেখতে পেয়ে মন্তব্য করছেন “জাতীয় পার্টিকে কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা”।
আবার নির্বাচন পরবর্তী কোন ধরনের প্রতিক্রিয়াও জাতীয় পার্টির কোন পর্যায়ের নেতারা এখনও ব্যক্ত করেননি।
উল্লেখ্য জাতীয় পার্টি কোন আসন না পেলেও জামায়াত তাদের ধারাবাহিকত রক্ষা করে প্রতিটি ধাপের উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য আসনে জয়লাভ করেছে। আর এতেই জাতীয় পার্টির ব্যর্থতা নিয়ে জনসাধারন বেশী বেশী আলোচনা করছে।