‘নির্লজ্জ’ ইসির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুমকি রিজভীর

0
92
Print Friendly, PDF & Email

তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে জালিয়াতি হলেও একে সুষ্ঠু নির্বাচন দাবি করায় নির্বাচন কমিশনকে (ইসি) ‘নির্লজ্জ, বেহায়া ও সরকারের আজ্ঞাবহ’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এ হুমকি দেন তিনি।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য আর এ গণিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন