তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আসনে তাদের মনোনীত প্রার্থী পরাজিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হলেও সৈয়দ আশরাফের আসন কিশোরগঞ্জ সদরে জয়ী হয়ছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তাফা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ৯৬৫ ভোট। আর শেখ হাসিনার মনোনীত প্রার্থী সোলায়মান বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৯২৩ ভোট। একইভাবে কিশোরগঞ্জের সদর উপজেলা নির্বাচনেও দল সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আপন চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম হেরেছেন। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফুল ইসলাম শরীফের কাছে হেরে যান। শরীফুল ইসলাম শরীফ আনারস প্রতীকে ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন। আর সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কাপ পিরিচ) পেয়েছেন ৪৭ হাজার ৯৭৮ ভোট।এর আগের পর্বের নির্বাচনে প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসন রংপুরের পীরগঞ্জেও বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেন।