বিদ্যুতের দাম বাড়ানো, লুটপাট, দুর্নীতি ও অপচয় রোধে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণফোরাম।
রোববার ১১টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে জ্বালানি মন্ত্রণালয় সম্মুখে যাওয়ার চেষ্টা করলে সচিবালয়ে প্রবেশমুখের রাস্তায় পুলিশের ব্যরিকেড থাকায় সামনে এগোতে পারেনি তারা।
পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর