আইপিএল ফিক্সিং নিয়ে নতুন বিতর্ক

0
112
Print Friendly, PDF & Email

ভারতের একটি টিভি চ্যানেলের প্রতিবেদনকে কেন্দ্র করে আইপিএল ফিক্সিংয়ে পেল নতুন মাত্রা। চ্যানেলটি দাবি করছে পুলিশি জেরার সময় সিএসকে প্রধান গুরুনাথ মইয়াপ্পন নাকি স্বীকার করে নিয়েছেন যে তিনি বেটিং করতেন! তবে সেটা ‘বন্ধুত্বপূর্ণ বেটিং। এবং সেটা তিনি করতেন বিন্দু দারা সিংহ-র মাধ্যমে।

আজ শুক্রবার সুপ্রিম কোর্টে আইপিএল সম্পর্কিত মুদগল কমিশনের রিপোর্ট নিয়ে শুনানি শুরু হওয়ার কথা। যে রিপোর্টে পরিষ্কার বলা আছে, আইপিএল সিক্সে বেটিং ভালভাবেই করতেন গুরুনাথ। টিম সংক্রান্ত বহু তথ্য বাইরে প্রকাশ করে দিতেন। আর তিনি মোটেও শ্রীনিবাসনের দাবি অনুযায়ী ‘ক্রিকেট ভালবেসে’করেননি। বরং তিনি চেন্নাই সুপার কিংসেরই অংশ।

এদিকে বোর্ডের একটা অংশ মনে করছে, শুনানি শুরুর ঠিক এক দিন আগে এ ভাবে বেটিং নিয়ে গুরুনাথের স্বীকারোক্তি ফাঁস হয়ে যাওয়ায় ব্যাপারটা আলাদা মাত্র পেয়ে গেল। কোর্টের শুনানিতেও যে ঘটনার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সকাল থেকেই ওই চ্যানেলটি দেখাতে থাকে যে, আইপিএল সিক্সে যে ‘বন্ধুত্বপূর্ণ বেটিং’ করতেন, সেটা পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছেন গুরুনাথ। বলা হয়, রিপোর্টেই নাকি সেটা বলা আছে। শোনা যাচ্ছে, পুরো ব্যাপারটা নাকি অনেক দিনই পুলিশের হাতে ছিল। সময় বুঝে বাজারে ছাড়া হয়েছে। ওই চ্যানেল আরও দেখাতে থাকে যে, চেন্নাই পুলিশ যে কোনও সময় আবার জেরা করতে পারে গুরুনাথকে। চ্যানেলের আরও দাবি, রিপোর্টে শ্রীনিবাসনের ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের’ ব্যাপারেও বলা আছে। এখন দেখার বিষয় আজকের শুনানিতে এ বিষয়টি কতটা প্রভাব ফেলে। আর কোন দিকে মোড় নেয় ‘বিতর্কিত’ এই টুর্নামেন্টের বিতর্কের রাস্তা।

শেয়ার করুন