বিশ্বের প্রধান শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশটিতে কখন কি হচ্ছে, কি ঘটছে, সেদেশের ফার্স্ট লেডিইবা কোথায় যাচ্ছেন, কি করছেন ও এমনকি তাঁর চুলের ফ্যাশন কখন কেমন সেদিকে বিশ্ববাসীর চোখ পড়বে সেটাই স্বাভাবিক।
নতুন রূপে মিশেল ওবামা
ওবামাপত্নীও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেলের চুল নিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটাই ঢাকাটাইমসরে পাঠকের জন্য তুলে ধরা হলো-
ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা তাঁর হেয়ারস্টাইলে পরিবর্তন এনছেন।
এবার মিশেল ওবামা তার চুল সোনালী রঙে রাঙিয়েছেন। কালো ও সোনালী রঙের মিশেলে অনেক আকর্ষণীয় হয়ে উঠেছেন মিশেল ওবামা। তবে চুলের সর্বশেষ এই নতুন স্টাইল নিয়ে তিনি অনেক বেশি তৃপ্ত ও খুসী।
নতুন রূপে মিশেল ওবামা
নতুন স্টাইল করার পর বুধবার মিয়ামির জেসি ট্রাইস কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে যান মিশেল। সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার সঙ্গে কথা বলেন।
সেখানে তিনি যখন হাস্যোজ্জ্বলঅবস্থায় সবার সঙ্গে কথা বলছিলেন তখন তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল এবং এ সময় শক্তিশালী ক্যামেরাগুলো সচল হয়ে উঠে। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মিশেল ওবামার চুলের প্রশংসা করতে থাকেন। এতে মিশেল আরো বেশি উৎফুল্ল হয়ে উঠেন।
এছাড়া বুধবার তিনি, ওয়াশিংটনে “ডু এ্যাট ইউ ইওং পাবলিক চার্টার স্কুল পরিদর্শনে যান। সেখানেও তিনি তার চুলের জন্যে প্রশংসা কুড়ান। তাছাড়া সেখানে তিনি অনেকগুলো ছবিও তুলেছেন।
চলতি মাসের শেষের দিকে মিশেল ওবামা তার কন্যা মালিয়া এবং শাশা ও তার মা মারিয়ান রবিনসনকে নিয়ে চীন ভ্রমনে যাবেন।
মিশেল ওবামার চুলের এ নতুন সৌন্দর্য্য বেশি দিনের নয়। মাত্র সাত সপ্তাহ আগে নতুন এ হেয়ার স্টাইল করেছেন।
তবে মিশেল ওবামার চুলের স্টাইল এবারই নতুন নয়। এর আগেও তিনি বিভিন্ন সময় হেয়ার স্টাইল করেছেন।