জাতীয় পার্টির ছয়জনের নাম চূড়ান্ত

0
116
Print Friendly, PDF & Email

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ছয়জনের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। আগামী রোববার তাঁদের নাম প্রকাশ করা হতে পারে বলে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ৩ এপ্রিল সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে ভোট হবে।
সূত্র জানায়, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তাঁর স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের যৌথ সম্মতিতে নারী সাংসদ পদে এই ছয়জনের নাম চূড়ান্ত করা হয়। মনোনীত এই ছয়জন হলেন জাতীয় মহিলা পার্টির সভাপতি নূর-ই হাসনা লিলি চৌধুরী, এরশাদের বোন মেরিনা রহমান, রওশন আরা মান্নান, মেহজাবিন মোরশেদ, রংপুর জেলা মহিলা পার্টির সভাপতি শাহানারা বেগম ও কক্সবাজার মহিলা পার্টির সভাপতি খুরশীদা হক। নূর-ই হাসনা ও মেহজাবিন নবম সংসদেও সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন।

শেয়ার করুন